উন্নয়নের ভিডিও বানিয়ে লক্ষ টাকার পুরস্কার প্রতিযোগিতা!
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে সর্বোচ্চ দুই মিনিটের ভিডিও বানিয়ে লাক টাকার পুরস্কার ঘোষণা দিয়ে শুরু হয়েছে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শিরোনামে ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলমান প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলা থেকেই অনলাইনে গ্রহণ করা হবে ‘ধারণকৃত উন্নয়ন চিত্র ও মতামত’। পুরস্কার পেতে ভিডিওতে থাকতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়ন কীভাবে প্রভাবিত করেছে, মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছে তার চিত্ররূপ।
এ নিয়ে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল দৈনিকএইদিন সম্পাদক তৌহিদ হোসেন বলেছেন, আয়োজনটি সম্পর্কে দৈনিক এইদিনের সম্পাদক বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদসহ আইটি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে তার অনেক কিছুই আমাদের জানা নেই। তাই আমি আশাবাদি এ আয়োজনের মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানবো, যার মাধ্যমে দেশের মানুষ উপকৃত হয়েছে। যার মাধ্যমে বর্হি-বিশ্বের কাছে আমাদের সম্মান বাড়বে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনার আশে পাশে যেসব উন্নয়ন দেখেছেন, সে সব উন্নয়নের ভিডিও চিত্র ধারণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং জিতে নিন লক্ষ টাকার পুরস্কার।
আর পুরস্কার জিততে হলে ভিডিও পাঠাতে গুগল ফর্মে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ঠিকান ‘‘আমার চোখে আজকের বাংলাদেশ’’ ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতার শর্ত অনুযায়ী, কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার করা যাবে না। মোবাইল বা ক্যামেরা যেকোনো মাধ্যমেই ভিডিও ধারণ করা যাবে। তবে ফুটেজ হতে হবে নিজস্ব।। সাধারণ মানুষের বক্তব্য হতে হবে স্পষ্ট। ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ৭ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।







